এর আগে গত বছর এপ্রিলে বাজাজ অটোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল বাজাজ। পরে তিনি পাঁচ বছরের জন্য ফার্মের চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে নিযুক্ত হন। ২০০১ সালে পদ্ভূষণ পেয়েছিলেন রাহুল বাজাজ। ১৯৩৮ সালের ১০ জুন কলকাতায় মাড়োয়ারি ব্যবসায়ী কমলনায়ন বাজাজ এবং সাবিত্রী বাজাজের ঘরে জন্মগ্রহণ করেন রাহুল বাজাজ। ৪০ বছর ধরে একটানা বাজাজ গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব ছিল তারই কাঁধে।
রাহুল বাজাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২১ সালে ফোর্বস পত্রিকা যে পরিসংখ্যান দিয়েছিল বিশ্বের ধনকুবেরদের, তাতে নাম ছিল রাহুল বাজাজের। তার মোট সম্পত্তির পরিমাণ ৮০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।