জরিমানা ছাড়া বিদ্যুতের বকেয়া দেয়ার সময় বাড়ল

জরিমানা ছাড়া বিদ্যুতের বকেয়া দেয়ার সময় বাড়ল
জরিমানা ছাড়া বিদ্যুতের বকেয়া বিল দেয়ার সময় বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এই ৫ মাসের বিদ্যুতের বিল আগামী ৩১ জুলাইর মধ্যে দিলে কোনো বিলম্ব মাসুল গুনতে হবে না গ্রাহকদের। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চার মাসের বিদ্যুতের বকেয়া জরিমানা ছাড়া দেয়ার সময় ছিল জুন মাস পর্যন্ত। করোনা পরিস্থিতিতে এই সময়েও অনেকেই বিল দিতে পারেননি। এমতাবস্থায় আইনগত জটিলতা এড়াতে মন্ত্রণালয় থেকে বিইআরসিকে বলা হয়, এ বিষয়ে একটি মতামত দিতে। এরই পরিপ্রেক্ষিতে বিইআরসি মতামতের পাশাপাশি বিলম্ব মাসুল ছাড়া আরও এক মাস বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশ দেয়।

বিদ্যুৎ বিভাগের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে আবাসিক গ্রাহকদের ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বিদ্যুৎ বিল ৩১ জুলাই পরিশোধের ক্ষেত্রে বিলম্ব-পরিশোধ মাসুল ছাড়াই দেয়া যাবে। যেসব গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বিলম্ব মাসুল নিয়েছে তাদের পরবর্তী বিলের সঙ্গে এ অর্থ সমন্বয় করা হবে। এ ছাড়া মার্চ-এপ্রিল মাসে গড় বিল করায় যদি কোনো গ্রাহকের স্ল্যাব বা ধাপ পরিবর্তন হয়ে ক্ষতিগ্রস্ত হন তা ঠিক করে দেয়া হবে। বিজ্ঞপ্তিতে গ্রাহকদের কাছ থেকে বাড়তি বিল নেয়া হবে না বলে আশ্বস্ত করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর