আরও ৩ হাজার কোটি টাকা পেলো রফতানিমুখী শিল্প

আরও ৩ হাজার কোটি টাকা পেলো রফতানিমুখী শিল্প
বেতন পরিশোধে আরো তিন হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে রফতানিমুখী পোশাক খাত। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ সংক্রান্ত দিক নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, শ্রমিকদের জুলাই মাসের মজুরি পরিশোধে আরও তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এটি এই খাতে ‘শেষবারের মতো’ ঘোষিত প্রণোদনা।

বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয় ৮ মার্চ। ২৬ মার্চ থেকে দেশব্যাপী সাধারণ ছুটি শুরুর আগের দিন ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রফতানি খাতে শিল্প কারখানার শ্রমিকদের মজুরি বিশেষ ঋণ সুবিধার মাধ্যমে পরিশোধে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজ থেকে ঋণ সুবিধা দিয়ে এপ্রিল-মে-জুন মাসের বেতন দিতে অতিরিক্ত আরও আড়াই হাজার কোটি টাকার প্রয়োজন হয় পোশাক খাতের। সরকার ঘোষিত ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ থেকে ঋণ সুবিধা নিয়ে সেই প্রয়োজন মেটানো হয়।

এখন শ্রমিকদের জুলাই মাসের মজুরি পরিশোধে আরও তিন হাজার কোটি টাকা বরাদ্দ কথা জানিয়ে বাণিজ্যিক ব্যাংকে পাঠানো দিক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলেছে, করোনার নেতিবাচক প্রভাব মোকাবেলার লক্ষ্যে ক্ষতিগ্রস্থ শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানসমূহকে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ বা বিনিয়োগ প্রদানের নিমিত্ত ঘোষিত ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ হতে সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য শেষবারের মতো জুলাই ২০২০ মাসের বেতন প্রদানের বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ লক্ষ্যে সরকার কর্তৃক ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সঙ্গে অতিরিক্ত তিন হাজার কোটি টাকা বৃদ্ধি করে ৩৩ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ