8194460 আবারও বাড়ছে চালের দাম, ক্ষুব্ধ ক্রেতারা - OrthosSongbad Archive

আবারও বাড়ছে চালের দাম, ক্ষুব্ধ ক্রেতারা

আবারও বাড়ছে চালের দাম, ক্ষুব্ধ ক্রেতারা
রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবধরনের চালের দাম।

মিনিকেট ও নাজিরশাইলসহ সব চালই কেজিতে দুই থেকে তিন টাকা বৃদ্ধি পেয়েছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বৃদ্ধির কথা বলে চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা।

এছাড়া, বন্যার প্রভাবে গত কয়েক সপ্তাহ ধরেই উর্দ্ধমূখী সবজির দাম। বাজারে গড়ে ৫০ টাকার কমে পাওয়া যাচ্ছে না কোনো সবজি।

এর আগে, ৭ জুলাই খাদ্য মন্ত্রণালয় জানায়, কারসাজি ঠেকাতে ও বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে শুল্ক কমিয়ে বিদেশ থেকে আমদানি করা হবে চাল। এই ধরনের হুশিয়ারির পরও রাজধানীর বাজারে আবারও বাড়লো চালের দাম। দফায় দফায় দাম বাড়ায় ক্ষুদ্ধ ক্রেতারা।

আজ শনিবার (২২ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট চাল বিক্রি করা হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকায়। নাজিরশাইলের কেজি ৫৫ থেকে ৬০ টাকা। আটাশ জাতের চাল বিক্রি করা হচ্ছে কেজি প্রতি ৪৩ থেকে ৪৫ টাকা দরে।

আড়তদাররা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে মোটা চাল দেয়ায় পাইকারি বাজারে মোটা চালের সরবরাহ নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর