মিনিকেট ও নাজিরশাইলসহ সব চালই কেজিতে দুই থেকে তিন টাকা বৃদ্ধি পেয়েছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বৃদ্ধির কথা বলে চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা।
এছাড়া, বন্যার প্রভাবে গত কয়েক সপ্তাহ ধরেই উর্দ্ধমূখী সবজির দাম। বাজারে গড়ে ৫০ টাকার কমে পাওয়া যাচ্ছে না কোনো সবজি।
এর আগে, ৭ জুলাই খাদ্য মন্ত্রণালয় জানায়, কারসাজি ঠেকাতে ও বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে শুল্ক কমিয়ে বিদেশ থেকে আমদানি করা হবে চাল। এই ধরনের হুশিয়ারির পরও রাজধানীর বাজারে আবারও বাড়লো চালের দাম। দফায় দফায় দাম বাড়ায় ক্ষুদ্ধ ক্রেতারা।
আজ শনিবার (২২ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট চাল বিক্রি করা হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকায়। নাজিরশাইলের কেজি ৫৫ থেকে ৬০ টাকা। আটাশ জাতের চাল বিক্রি করা হচ্ছে কেজি প্রতি ৪৩ থেকে ৪৫ টাকা দরে।
আড়তদাররা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে মোটা চাল দেয়ায় পাইকারি বাজারে মোটা চালের সরবরাহ নেই।