আইসিই ফিউচারস এক্সচেঞ্জে গত শুক্রবার জুলাইয়ে সরবরাহের জন্য নির্ধারিত রোবাস্তা কফির দাম বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৫৮৩ ডলারে, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।
ডিলাররা জানান, শীর্ষ রোবাস্তা কফি উৎপাদক ভিয়েতনামে সরবরাহ অনেক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিপরীতে ব্রাজিল থেকে সরবরাহ ফের বাড়ার প্রত্যাশায় আছেন বাজারসংশ্লিষ্টরা।
রাবোব্যাংক এক নোটে জানায়, ব্রাজিলিয়ান রোবাস্তা কফির রফতানি নিম্নমুখী হয়ে ওঠার বিষয়টিও দাম বাড়াতে সহায়তা করছে। তবে আমাদের বিশ্বাস দেশটিতে কফির মজুদ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ক্রমান্বয়ে দেশটি রফতানিও বাড়াতে সক্ষম হবে। কারণ দেশটিতে কফির ব্যবহার কম। এছাড়া ব্রাজিলের রফতানিকে উৎসাহিত করতে দাম বাড়ার প্রয়োজন আছে বলেও জানায় রাবোব্যাংক।
অর্থসংবাদ/এসএম