ঈদ বোনাস হয়নি ৪৬ দশমিক ৩২ শতাংশ কারখানায়

ঈদ বোনাস হয়নি ৪৬ দশমিক ৩২ শতাংশ কারখানায়
ঈদের ছুটির আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বোনাস এবং জুনের ১৫ দিনের বেতন পরিশোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দিকনির্দেশনা রয়েছে। গতকাল বেলা ২টা পর্যন্ত এ বেতন পরিশোধ করেনি অধিকাংশ কারখানা। আর ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে ৫৩ দশমিক ৬৮ শতাংশ কারখানায়। শিল্পসংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের শিল্প অধ্যুষিত আটটি এলাকার মধ্যে রয়েছে আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট। এসব এলাকায় মোট কারখানা রয়েছে ৯ হাজার ৯১৫টি। গতকাল বেলা ২টা পর্যন্ত ৫ হাজার ৩২২ বা ৫৩ দশমিক ৬৮ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ করা হয়েছে। আর ৪ হাজার ৫৯৩ বা ৪৬ দশমিক ৩২ শতাংশ শিল্প-কারখানায় বোনাস পরিশোধ করা হয়নি।

শিল্প অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে ঈদ বোনাস বকেয়া রয়েছে এমন কারখানার মধ্যে পোশাকপণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সদস্য সংখ্যা ৬৬১। পোশাক খাতের আরেক সংগঠন বিকেএমইএ সদস্যদের মধ্যে বোনাস বকেয়া থাকা কারখানার সংখ্যা ২৮২। সুতা ও কাপড় উৎপাদনকারী বস্ত্র খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য ১৫৩টি কারখানার শ্রমিকদের ঈদ বোনাস বকেয়া রয়েছে। এছাড়া রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) আওতাভুক্ত ১০০ কারখানায় এখনো বোনাস দেয়া হয়নি।

শিল্প অধ্যুষিত আট এলাকায় পাটকল রয়েছে মোট ৯০টি। এর মধ্যে ঈদ বোনাস বকেয়া রয়েছে এমন কারখানার সংখ্যা ৪০। শিল্প এলাকাগুলোয় কোনো সংগঠন বা কর্তৃপক্ষের আওতায় নেই এমন কারখানা আছে ৬ হাজার ৭৫১টি। এর মধ্যে বোনাস পরিশোধ হয়নি ৩ হাজার ৩৫৭টি কারখানায়।

বোনাস বকেয়া রয়েছে এমন কারখানার হার সবচেয়ে বেশি খুলনায়। এ এলাকায় মোট কারখানা রয়েছে ৭৭৬টি। এর মধ্যে ৮২ দশমিক ৯৯ শতাংশ বা ৬৪৪টি কারখানায় বোনাস বকেয়া রয়েছে। খুলনার পর বোনাস বকেয়া থাকা কারখানার হার বেশি চট্টগ্রামে। এ এলাকায় মোট কারখানা ১ হাজার ৪৮০টি। এর মধ্যে ৮০০ বা ৫৪ দশমিক শূন্য ৫ শতাংশ কারখানায় বোনাস বকেয়া রয়েছে।

এছাড়া চট্টগ্রামের পর বোনাস বকেয়া রয়েছে এমন কারখানার হার বেশি গাজীপুরে। এ এলাকায় মোট কারখানা ২ হাজার ২৮৭টি। এর মধ্যে ৫২ দশমিক ৩৮ শতাংশ বা ১ হাজার ১৯৮ কারখানায় বোনাস বকেয়া রয়েছে। বকেয়ার হারে গাজীপুরের পর রয়েছে কুমিল্লা অঞ্চল। এ এলাকায় মোট কারখানা ৩৬৭টি, এর মধ্যে বোনাস পরিশোধ হয়নি ১৭৭ বা ৪৮ দশমিক ২৩ শতাংশ প্রতিষ্ঠানে।

আশুলিয়ার ৪৮ দশমিক ১৬ শতাংশ বা ৮৬৩ কারখানার শ্রমিকরা এখনো তাদের ঈদ বোনাস পাননি। এ এলাকায় মোট কারখানা ১ হাজার ৭৯২টি। একইভাবে নারায়ণগঞ্জে মোট কারখানা রয়েছে ২ হাজার ২০৭টি। এর মধ্যে বোনাস বকেয়া রয়েছে এমন কারখানা ৩৪ দশমিক শূন্য ৩ শতাংশ বা ৭৫১টি। ময়মনসিংহ অঞ্চলে মোট কারখানা ২৬৬টি। এর মধ্যে বোনাস বকেয়া রয়েছে ৬২টি বা ২৩ দশমিক ৩১ শতাংশ কারখানায়। সিলেটে মোট কারখানা রয়েছে ৭৪০টি। এর মধ্যে বোনাস পাননি ৯৮টি বা ১৩ দশমিক ২৪ শতাংশ কারখানার শ্রমিকরা।

জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭৫তম এবং আরএমজি টিসিসির ১৫তম সভা অনুষ্ঠিত হয় গত ৬ জুন। সেখানে শিল্প-কারখানার বেতন-ভাতা পরিশোধ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সভা শেষে তিনি ঈদুল আজহার ছুটির আগেই শ্রমিকদের ঈদ বোনাস এবং জুনের ১৫ দিনের বেতন দেয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি