পুমার পর ঢাকায় চালু হলো নাইকির বিক্রয়কেন্দ্র

পুমার পর ঢাকায় চালু হলো নাইকির বিক্রয়কেন্দ্র
বৈশ্বিক স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকির জুতা, পোশাক ও অন্যান্য ব্যবহার্য সামগ্রী নিয়ে ঢাকায় চালু হলো নতুন বিক্রয়কেন্দ্র ডিবিএল লাইফস্টাইলস। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে ডিবিএল গ্রুপ এই বিক্রয়কেন্দ্র চালু করেছে। এর আগে ২০১৯ সালে বাংলাদেশে পুমার বিক্রয়কেন্দ্র চালু করে ডিবিএল লাইফস্টাইলস। দেশে এখন পুমার বিক্রয়কেন্দ্র পাঁচটি।

আজ সকালে বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। এ সময় গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বারসহ গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পরই বিক্রয়কেন্দ্রটিতে ভিড় করেছেন ক্রেতারা। তাঁরা বলছেন, আগে বিদেশ থেকে নাইকির পণ্য কিনতে হতো, এখন দেশেই পাওয়া যাবে, এটা খুবই ভালো হলো। বিক্রয়কেন্দ্রে কথা হয় বনানী এলাকার মো. সাদমানের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘ছোট থেকেই নাইকির পণ্য আমার প্রিয়। আগে বিদেশে থেকে আনতে হতো, এখন বাসার পাশেই পাওয়া যাবে।’

বিক্রয়কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, নাইকির জুতার দাম ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা, নাইকির পোশাকের দাম দেড় হাজার থেকে ১৫ হাজারের মধ্যে, নাইকির ব্যাগ ও ব্যাগপ্যাকের দাম ৪ হাজার থেকে ১০ হাজার টাকা ও টুপির দাম ৩ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে।

বিক্রয়কর্মীরা জানিয়েছেন, পুমা চালু করার পর দেখা গেছে, দাম বেশি হলেও বৈশ্বিক ব্র্যান্ডগুলোর চাহিদা কেমন। সে জন্য চার বছরে পাঁচটি শাখা খুলতে হয়েছে। একই কারণে এবার নাইকির পণ্য নিয়ে আসা হয়েছে। ফলে এসব ব্র্যান্ডপ্রেমীরা হাতের কাছেই পছন্দের পণ্য কিনতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর