বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জমি বরাদ্দ বিষয়ে বেজার কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বেজার নির্বাহী সদস্য মো. মজিবর রহমান এবং ফকির নিটওয়্যারের উপব্যবস্থাপনা পরিচালক ফকির মাশরিকুজ্জামান।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, দেশে-বিদেশে সুনামের সঙ্গে ব্যবসার বিকাশ ঘটাচ্ছে ফকির নিটওয়্যার। বেজার সঙ্গে প্রতিষ্ঠানটির যোগসূত্র স্থাপনের ফলে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি ও পণ্যে বৈচিত্র্য আসবে।
তিনি বলেন, বেজার অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ থাকলেও সেগুলো মোকাবিলা করে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ নিশ্চিত করা হয়েছে।
কারখানা স্থাপন করে উৎপাদন শুরু হলে সেখানে দেড় থেকে দুই হাজার লোকের কর্মসংস্থান হবে।
অর্থসংবাদ/এমআই