সেপ্টেম্বরে ইউরোপে ‘বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনী

সেপ্টেম্বরে ইউরোপে ‘বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনী
ইউরোপে রপ্তানি বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশের পণ্যের ‘বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এতে বাংলাদেশের রপ্তানি পণ্যের গুণমান ইউরোপের ক্রেতাদের সামনে প্রদর্শন করা হবে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের পরও বর্ধিত মেয়াদে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত রাখার উদ্দেশ্যে প্রদর্শনীর পাশাপাশি একাধিক সেমিনারের আয়োজন করা হবে।

নেদারল্যান্ডসের আমস্টারডামে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর এ প্রদর্শনী এবং সেমিনার অনুষ্ঠিত হবে। ইউরোপে বাংলাদেশের পণ্যের প্রচারে এটিই প্রথম একক আয়োজন।

নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) এ আয়োজন করছে।

জানা গেছে, তৈরি পোশাক, বস্ত্র, কৃষি, হস্তশিল্পসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ৪০টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে। উদ্যোক্তা ছাড়াও নীতিনির্ধারণী পর্যায় থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, বিজিএমইএর সাবেক ও বর্তমান কয়েকজন নেতা এবং নেদারল্যান্ডস সরকারের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।

প্রদর্শনীর আয়োজক বিইএর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন জানান, সারা ইউরোপ থেকে ব্র্যান্ড এবং ক্রেতা প্রতিনিধিরা এ প্রদর্শনীতে আসবেন। তাদের সামনে বাংলাদেশের রপ্তানি খাতের সামর্থ্য তুলে ধরা হবে। সবচেয়ে বড় বাজার ইউরোপে শুল্পমুক্ত সুবিধা কাজে লাগিয়ে রপ্তানি আরও অনেক বাড়ানো সম্ভব। সে সম্ভাবনা কাজে লাগানোর উদ্দেশ্যেই এ আয়োজন করছেন তারা। এ আয়োজনের মাধ্যমে ক্রেতা এবং রপ্তানিকারকদের মধ্যে নেটওয়ার্কিং বাড়বে।

জানা গেছে, ‘বাংলাদেশ– একটি উদীয়মান অর্থনীতি’, সার্কুলার ইকোনমি, ক্লাইমেট অ্যাকশন এবং বাংলাদেশের সাফল্যের অগ্রগতিসহ এ-সংক্রান্ত মোট ছয়টি সেমিনারের ব্যবস্থা থাকবে আয়োজনে। দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এসব আলোচনায় অংশ নেবেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি