ভারত থেকে বিদ্যুৎ নিতে চায় সিঙ্গাপুর

ভারত থেকে বিদ্যুৎ নিতে চায় সিঙ্গাপুর
ভারতসহ অন্যান্য আঞ্চলিক দেশ থেকে বিদ্যুৎ আমদানি করবে সিঙ্গাপুর, এমনটাই দাবি করেছে রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি পর্যবেক্ষক বোর্ড এনার্জি মার্কেট অথোরিটি (ইএমএ)। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

প্রতিবেদন অনুসারে, ইএমএ চার গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ আমদানির প্রস্তাব পায়। তার আগে ইএমএ একটি নিলাম আহ্বান করেছিল, যেখানে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রস্তাব দাখিলের সুযোগ রাখা হয়েছে।

ভারত ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যুৎবাণিজ্য সম্ভাবনা বেশ স্পষ্ট। আন্দামান ও নিকোবর হয়ে গভীর সমুদ্রে ক্যাবলের মাধ্যমে স্থাপিত হবে যোগাযোগ। এর মাধ্যমে ভারতের নবায়নযোগ্য শক্তির বৈচিত্র্যকরণ সহজ ও সিঙ্গাপুরের কৌশলগত অগ্রগতি সাধিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দামের অস্থিতিশীলতার কারণে সিঙ্গাপুরের বিদ্যুতের বাজার প্রতিবন্ধকতার মুখে পড়েছে। বিদ্যুতের সহজলভ্যতা ও সুলভমূল্য নিশ্চিত করতে বিকল্প উৎসের খুঁজে রয়েছে দেশটি। নবায়নযোগ্য শক্তি ও বিদ্যুৎ সরবরাহের প্রতি নির্ভরশীলতা বাড়াচ্ছে। বিদ্যুৎ খাতকে সমৃদ্ধ করতে অন্য দেশের দিকে ঝুঁকছে। এর আগে সিঙ্গাপুর আঞ্চলিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ব্যাপারে আলোচনা তুলেছিল।

ভৌগোলিক দূরত্বের কারণে আন্দামান ও নিকোবরের জন্য বিদ্যুৎ সরবরাহ করা বেশ প্রতিবন্ধকতাপূর্ণ। ভারত এর মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও আলোচনা করেছে বিদ্যুৎ রফতানির বিষয়ে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না