মুক্তবাণিজ্য চুক্তি শিগগিরই চূড়ান্ত করার জন্য বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে আলোচনা হয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত দুইদেশের তৃতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিষয়টি আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন জানান, উভয় পক্ষ প্রস্তাবিত দ্বিপাক্ষিক মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) অগ্রগতি নিয়ে আলোচনা করেছে এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য শিগগিরই তা চূড়ান্ত করার আশা ব্যক্ত করে।
গত বুধবার ঢাকায় বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে তৃতীয় ফরেন অফিস কনসালটেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং সিঙ্গাপুরের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় স্থায়ী সচিব এবং আইন মন্ত্রণালয়ের স্থায়ী সচিব লুক গোহ।
মুখপাত্র বলেন, প্রায় আট বছর পর অনুষ্ঠিত এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, সমুদ্র অর্থনীতি, পর্যটন, সংস্কৃতি, শিক্ষা, প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তির পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সম্প্রতি একটি সহযোগিতামূলক স্মারকের আওতায় প্রতিষ্ঠিত বাংলাদেশ-সিঙ্গাপুর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের নিয়মিত কার্যক্রমও বৈঠকে তুলে ধরা হয়। বাংলাদেশ সিঙ্গাপুরকে তাদের বাণিজ্যের ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশ থেকে প্রতিযোগিতামূলক মূল্যে বিভিন্ন পণ্য আমদানির বিষয়টি বিবেচনা করতে উৎসাহিত করে বলে তিনি জানান।
মুখপাত্র বলেন, দেশের অর্থনীতিতে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি নাগরিকদের অবদান তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ সিঙ্গাপুরের অর্থনৈতিক গতি বজায় রাখতে দক্ষ ও আধা-দক্ষ মানবসম্পদ সরবরাহের আগ্রহ প্রকাশ করে। এছাড়াও প্রশিক্ষণ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে সিঙ্গাপুরের সহযোগিতা আশা করেছে বাংলাদেশ।
অর্থসংবাদ/এসএম