সপ্তাহ ঘুরতেই বেড়েছে জিরার দাম

সপ্তাহ ঘুরতেই বেড়েছে জিরার দাম
দিনাজপুরের হিলিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে জিরার দাম কেজিতে ৮০ টাকা বেড়েছে। এদিকে আমদানি শুল্ক বাড়ার কারণে আমদানি কমায় দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, সব দোকানেই জিরার যথেষ্ট সরবরাহ আছে। গত সপ্তাহে যে জিরা ১ হাজার ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল বর্তমানে তা ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, আগস্টে ২১টি ট্রাকে ৬০৩ টন জিরা আমদানি হয়েছে। জুলাইয়ে আমদানির পরিমাণ ছিল ২ হাজার ৬৫৩ টন। এছাড়া জানুয়ারিতে ৩৯টি ট্রাকে ১ হাজার ৫৭ টন, ফেব্রুয়ারিতে ৪৬টি ট্রাকে ১ হাজার ২৩৭, মার্চে ১৫৬টি ট্রাকে ৪ হাজার ২৭৬, এপ্রিলে ৮৫টি ট্রাকে ২ হাজার ৩৯১, মে মাসে ৬৫টি ট্রাকে ১ হাজার ৮২৯ এবং জুনে ৭৭টি ট্রাকে ২ হাজার ১৯০ টন জিরা আমদানি হয়েছিল।

হিলি বাজারের জিরা বিক্রেতা গোলাম মর্তুজা শিফাত বলেন, ‌জিরার দাম কিছুতেই কমছে না। বেশ কিছুদিন ধরেই মসলাটির বাজার চড়া। গত সপ্তাহ থেকে আবারো দাম বাড়তে শুরু করেছে। আগের কিছু কম দামে কেনা জিরা ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে পারছি। তবে এখন আমাদের মোকামেই কিনতে হচ্ছে ১ হাজার ১০০ টাকা দরে। বিক্রি করতে হবে ১ হাজার ১২০ টাকা কেজি দরে।

আমদানিকারকরা বলছেন, জিরার আমদানি শুল্ক বাড়ায় দেশের বাজারে দাম বাড়ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এ বন্দর দিয়ে জিরা আমদানি অনেকটাই কমেছে। আগে গড়ে প্রতিদিন দু-তিন ট্রাক করে জিরা আমদানি হতো। এখন সপ্তাহে চার-পাঁচ ট্রাক আমদানি হচ্ছে। বন্দর দিয়ে আমদানি কমায় সরকারের যেমন রাজস্ব আহরণ কমেছে, তেমনি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন আয়ও কমছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি