এফবিসিসিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উদ্বোধন অনুষ্ঠানে এফবিসিসিআইর সাবেক সভাপতি মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, কাজী আকরাম উদ্দিন, মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
সালমান এফ রহমান বলেন, ব্যবসায়ীদের দোরগোড়ায় এফবিসিসিআইর সেবা পৌঁছে দিতে নতুন এই অফিস কার্যকরী ভূমিকা পালন করবে। ভূমিকা রাখবে উদ্যোক্তাদের সহায়তা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রবৃদ্ধির গতি বজায় রাখতে ব্যবসায়ীদের ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করার আহ্বান জানান তিনি।
মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীরা যাতে সহজেই এফবিসিসিআই থেকে সহযোগিতা পান সেজন্য গুলশান শাখা অফিসের পাশাপাশি পুরান ঢাকা ও চট্টগ্রামেও শাখা অফিস চালুর উদ্যোগ নিয়েছেন তারা।
অর্থসংবাদ/এমআই