এফবিসিসিআই’র গুলশান অফিস উদ্বোধন

এফবিসিসিআই’র গুলশান অফিস উদ্বোধন
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) গুলশান শাখা অফিসের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার রাজধানীর গুলশান-১-এ অবস্থিত টাওয়ার অব আকাশে এফবিসিসিআই অফিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

এফবিসিসিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উদ্বোধন অনুষ্ঠানে এফবিসিসিআইর সাবেক সভাপতি মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, কাজী আকরাম উদ্দিন, মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

সালমান এফ রহমান বলেন, ব্যবসায়ীদের দোরগোড়ায় এফবিসিসিআইর সেবা পৌঁছে দিতে নতুন এই অফিস কার্যকরী ভূমিকা পালন করবে। ভূমিকা রাখবে উদ্যোক্তাদের সহায়তা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রবৃদ্ধির গতি বজায় রাখতে ব্যবসায়ীদের ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করার আহ্বান জানান তিনি।

মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীরা যাতে সহজেই এফবিসিসিআই থেকে সহযোগিতা পান সেজন্য গুলশান শাখা অফিসের পাশাপাশি পুরান ঢাকা ও চট্টগ্রামেও শাখা অফিস চালুর উদ্যোগ নিয়েছেন তারা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি