শনিবার (২৮ অক্টোবর) কোম্পানিটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন কর্মশালায় এফবিসিসিআই’র মনোনীত প্রশিক্ষক ইঞ্জিনিয়ার হামিদুর রহমান, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহকারী প্রকৌশলী জনি বড়ুয়া অংশগ্রহনকারীদের কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটির উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিল্প কারখানা থেকে প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন মনজুর কাদের খান। এছাড়া প্রোগ্রাম সমন্বয়কারী-এফবিসিসিআই এবং লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের মহাব্যবস্থাপক ড. খন্দকার জাকির হোসেন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এমআই