এফবিসিসিআই ও লুব-রেফের সেফটি বিষয়ক কর্মশালা

এফবিসিসিআই ও লুব-রেফের সেফটি বিষয়ক কর্মশালা
জিআইজেডের সহযোগিতায় লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের তত্ত্বাবধায়নে কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটির উপর বিশেষ কর্মশালার আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ বা এফবিসিসিআই।

শনিবার (২৮ অক্টোবর) কোম্পানিটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষন কর্মশালায় এফবিসিসিআই’র মনোনীত প্রশিক্ষক ইঞ্জিনিয়ার হামিদুর রহমান, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহকারী প্রকৌশলী জনি বড়ুয়া অংশগ্রহনকারীদের কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটির উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিল্প কারখানা থেকে প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন মনজুর কাদের খান। এছাড়া প্রোগ্রাম সমন্বয়কারী-এফবিসিসিআই এবং লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের মহাব্যবস্থাপক ড. খন্দকার জাকির হোসেন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর