সোমবার (১৩ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমির সঙ্গে সাক্ষাতকালে তিনি এই কথা জানান।
এসময় দূতাবাসের দ্বিতীয় সচিব মিনা মাকারি উপস্থিত ছিলেন। ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকটিতে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ও মিশরের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করার সম্ভাব্য উপায় নিয়ে রাষ্ট্রদূত ওমর ফাহমি এবং বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের মধ্যে আলোচনা হয়। সাক্ষাতকালে উভয়ই মিশরীয় বাজারে কিভাবে আরও বেশি রপ্তানি করা যায় তারা কৌশল নিয়ে আলোচনা করেছেন।
বিজিএমইএ সভাপতি দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে দৃঢ় সংযোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রচলিত বাজারের পাশাপাশি নতুন বাজারে পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়ে বিজিএমইএ’র চলমান কার্যক্রমের কথা তুলে ধরেন।
তিনি মিশরে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর ব্যাপারে বাংলাদেশের গভীর আগ্রহ প্রকাশ করেন। মিশরের বাজারে পোশাক রপ্তানি বৃদ্ধির যথেষ্ট সুযোগ আছে বলে অভিমত প্রকাশ করেন।
ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট চালুর প্রশংসা করে তিনি বলেন, এতে দুই দেশের মধ্যে ব্যবসায়িক ভ্রমণ সহজ হবে। আগামীতে ঢাকা-কায়রো ফ্লাইটের সংখ্যা আরও বাড়বে।
ফারুক হাসান পারস্পরিক সুযোগ সন্ধানের জন্য বাণিজ্যিক প্রদর্শনী এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সফরের ওপর গুরুত্বারোপ করেন। অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রাষ্ট্রদূত ওমর ফাহমির কাছে সহযোগিতা কামনা করেন।
বিজিএমইএ সভাপতি মিশরীয় ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সন্ধানের আহ্বান জানিয়ে আমন্ত্রণ জানান।