অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। সভায় বাজার নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
এফবিসিসিআই-সংশ্লিষ্টরা জানান, পণ্যের আমদানি, উৎপাদন, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সরবরাহের ক্ষেত্রে সরবরাহ চেইন নির্বিঘ্ন রাখা জরুরি। সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে বাজারে পণ্যের সংকট সৃষ্টি হয়।এর ফলে মূল্য বৃদ্ধি পায়। বাজারে পণ্যপ্রবাহ স্বাভাবিক রাখা সম্ভব হলে কোনো ধরনের সংকট সৃষ্টি হবে না।
এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘আমাদের মূল কথাই হলো সরবরাহ চেইন ঠিক রাখা। সরবরাহ চেইন ঠিক থাকলে পণ্য পাওয়া যায়। আর সরবরাহ চেইনে যাতে কোনোরকম সমস্যা না হয়, কেউ যাতে সংকট তৈরি করতে না পারে সে লক্ষ্যেই আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসব।’
বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এতে পাল্লা দিয়ে বাড়ছে মূল্যস্ফীতি। এমন পরিস্থিতিতে আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের বিকল্প নেই বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
অর্থসংবাদ/এমআই