এক লাখ টাকা করে দুটি তৃতীয় পুরস্কারের নম্বর ০৯৭৭৩১৯ ও ০৭২০৪০০। এছাড়া প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের নম্বর ০৮৫৯৩১৮ ও ০৯৭৩৯৯৪।
রোববার (১ নভেম্বর) ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) একেএম মাসুদুজ্জামানের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৬২টি সিরিজ যথা-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ , গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ এবং গঞ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।
উপরোক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়। নিম্নে বর্ণিত সংখ্যার বন্ডগুলো সাধারণভাবে প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে।
৫ম পুরস্কার প্রতিটি ১০ হাজার টাকার বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো: ০০৪৭৮০০, ০২৬৯৫৯২, ০৩৭৯১২২, ০৬১০০৩০, ০৭৮৭৭৬৫, ০১০৪৯৬৮, ০২৭২৮৮৩, ০৪০১৩৫৬, ০৬২৬৯৩৮, ০৮০৩১৮৬, ০১০৮৭৮০, ০২৭৪৬৪৮, ০৪১১০৭৫, ০৬২৮৬১৫, ০৮১৪৩৫৫, ০১৪২৭৪৪, ০২৭৯৭০৫, ০৪৩৪৭৭৪, ০৬৩২৩৩৩, ০৮৩১৭৯৪, ০১৯৩৩৬০, ০৩০৬৩০৬, ০৪৫৯৯০৭, ০৬৬৮৫৯১, ০৮৮৭৩০২, ০২৩২৬১০, ০৩১২৮৫০, ০৪৭৮১৭৫, ০৭০৮১৯১, ০৮৯০৬৬৯, ০২৪৮৬০৯, ০৩২১৩১৯, ০৫১৩৩৫২, ০৭২৯১৩১, ০৯২০০৫০, ০২৫১১৪৩, ০৩৪২২৪০, ০৫৯৬৯৫৬, ০৭৮০১৭৪ এবং ০৯২৭৭০৩।