ডিসেম্বরে চালু হচ্ছে ঠাকুরগাঁওয়ের সুগার মিল

ডিসেম্বরে চালু হচ্ছে ঠাকুরগাঁওয়ের সুগার মিল
লোকসানের বোঝা আর পুরনো যন্ত্রপাতি দিয়েই খুঁড়িয়ে চলছে জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁওয়ের সুগার মিল। এছাড়া শ্রমিকের বকেয়া বেতন, অবিক্রীত চিনি আর চলতি মৌসুমে মাড়াই কার্যক্রমে কাঙ্ক্ষিত আখ পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। নানা অনিশ্চয়তা ও জটিলতাকে সামনে রেখেই আগামী ডিসেম্বরে নতুন মৌসুমের কার্যক্রম চালু করবে কর্তৃপক্ষ।

জানা গেছে, বর্তমানে ছয় শতাধিক শ্রমিক ঠাকুরগাঁও সুগার মিলে কাজ করেন। চলতি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম সফল করতে পুরনো যন্ত্রপাতি মেরামতে তারা এখন ব্যস্ত সময় পার করছেন। যদিও পাঁচ মাস ধরে শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। এ অবস্থায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। এছাড়া খোলা বাজারের চেয়ে মিলের চিনির দাম বেশি হওয়ায় গোডাউনেই পড়ে আছে ২ হাজার ৯০০ টন চিনি। সময়মতো চিনি বিক্রি না হওয়ায় গুণগত মান নষ্টের পাশাপাশি লোকসানের পাল্লাও ভারী হচ্ছে।

সূত্রটি জানায়, ১৯৫৮-৫৯ মৌসুমে মিলটি আখ মাড়াই কার্যক্রমের মধ্য দিয়ে যাত্রার পর থেকেই লোকসানের বোঝা টানছে। কর্তৃপক্ষ আখ আবাদে চাষীদের উদ্বুদ্ধ করলেও সময়মতো টাকা দিতে না পারায় হয়রানির শিকার হয়ে আখ উৎপাদনে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষীরা। ফলে মিলটি অন্যান্য বছরের মতো চলতি মৌসুমেও কাঙ্ক্ষিত আখ মাড়াই কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় রয়েছে।

সুগার মিল শ্রমিকরা বলছেন, দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। একদিকে করোনা মহামারীর কারণে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, অন্যদিকে বেতন বন্ধ রয়েছে। এ অবস্থায় পরিবার নিয়ে চরম সংকটে দিন পার করতে হচ্ছে। এছাড়া পুরনো যন্ত্রপাতি দিয়েই কার্যক্রম পরিচালনা করায় বারবার লোকসান গুনতে হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি