ইউএসডিএর পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর শেষে তিউনিশিয়ায় অলিভ অয়েলের সমাপনী মজুদ দাঁড়াতে পারে ৫৩ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ১৭ শতাংশ কম। ২০১৯ সাল শেষে দেশটিতে অলিভ অয়েলের সমাপনী মজুদ ছিল ৫৯ হাজার টন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে অলিভ অয়েলের সমাপনী মজুদ কমতে পারে সাত হাজার টন।
চলতি শতকে ২০১২ সালে তিউনিশিয়ার অলিভ অয়েল মজুদ সর্বোচ্চে পৌঁছেছিল। ওই বছর দেশটিতে পণ্যটির সমাপনী মজুদের পরিমাণ দাঁড়ায় এক লাখ টন।
এদিকে চলতি বছর তিউনিশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ লাখ ৩০ হাজার টন অলিভ অয়েল রফতানির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ৩৯ দশমিক ৫৩ শতাংশ কম। গত বছর দেশটি থেকে মোট ২ লাখ ১৫ হাজার টন অলিভ অয়েল রফতানি হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে তিউনিশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে অলিভ অয়েল রফতানি কমতে পারে ৮৫ হাজার টন।
অর্থসংবাদ/এসএ