সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই-এর কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে এ কথা জানান বিএসটিআই-এর মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার।
বিএসটিআই-এর সেবাকে আরও জনবান্ধব ও সহজীকরণ করার লক্ষ্যে স্টেক হোল্ডারদের নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
কিউআর কোড বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে জানিয়ে নজরুল আনোয়ার বলেন, ‘বিদ্যমান পণ্যের গায়ে বিএসটিআই-এর লোগো সঠিক কি না তা ভোক্তারা যাচাই করতে পারেন না। কিন্তু কিউআর কোড বাস্তবায়িত হলে যেকোনো ক্রেতা মোবাইল অ্যাপসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে লাইসেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। এর ফলে সাধারণ ক্রেতারা অবৈধভাবে বিএসটিআই-এর লোগো ব্যবহারকারীদের প্রতারণা থেকে রক্ষা পাবেন।’
অর্থসংবাদ/ এমএস