নীতিমালায় বলা হয়েছে, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত বিভিন্ন খাতকে বিবেচনায় নেয়া হবে। কোন কোন খাতকে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হবে তা সুনির্দিষ্টভাবে প্রচার করা হবে। বিভিন্ন খাতে মোট ৩০টি অ্যাওয়ার্ড দেয়া হবে। কোন খাতে কয়টি অ্যাওয়ার্ড দেয়া হবে, তা প্রাথমিকভাবে মূল্যায়ন কমিটি পরীক্ষা-নিরীক্ষার পর প্রস্তাব বা সুপারিশ মন্ত্রণালয়ের কোর কমিটির কাছে পেশ করবে। কোর কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে।
পদক দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হবে সেগুলো হচ্ছে: কারখানায় সহজে সূর্যের আলো আসতে পারা; গ্রহণযোগ্য দূরত্বে বাসস্থান; বিদ্যালয়, বাজার, বাসস্ট্যান্ড থাকা; বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের সুবিধা থাকা; কারখানার সামনে পর্যাপ্ত খোলা জায়গা থাকা; অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকা ইত্যাদি। একই খাতে পাঁচটির বেশি অ্যাওয়ার্ড দেয়া যাবে না।
অর্থসংবাদ/ এমএস/১৮:০১/ ১১: ১৯: ২০২০