সামনে কন্দ জাতের মৌসুম শুরু, তাই মজুতদাররা পেঁয়াজের সরবরাহ বাড়িয়েছে। এতে কমেছে দাম। কৃষকদের দাবি, এতে তারা ক্ষতিগ্রস্ত। তবে কৃষি বিভাগ বলছে, প্রতি কেজি পেঁয়াজে উৎপাদন খরচ হয়েছে সর্বোচ্চ ৩০ টাকা।
কৃষি বিভাগের হিসাবে জেলায় প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে সর্বোচ্চ খরচ ৩০ টাকা হলেও কৃষকদের দাবি বর্তমান বাজারে তাদের লোকসান গুনতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলেন, জেলায় পর্যাপ্ত পেঁয়াজের মজুত রয়েছে। নতুন পেঁয়াজ বাজারে আসা পর্যন্ত দাম বাড়বে না।
কৃষি বিভাগ জানায়, ১৪ সেপ্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণার পর জেলায় ৫০ হাজার টন পেঁয়াজ মজুত করেন কৃষক ও ব্যবসায়ীরা। চলতি বছর জেলায় প্রায় ৭২ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়। বর্তমানে প্রায় ২০ হাজার টন পেঁয়াজ মজুত রয়েছে।
অর্থসংবাদ/এসএ/২৪:৩৭/১১:২১:২০২০