সিআইএসএর প্রতিবেদনে বলা হয়, ২০২০সালের জানুয়ারি-অক্টোবর সময়ে চীনের কারখানাগুলোয় সব মিলিয়ে ৮৭ কোটি ৪০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন কমেছে ৫ দশমিক ৫ শতাংশ।
চীনের উহান থেকে পুরো বিশ্বে মহামারী করোনাভাইরাস ছড়িয়েছে। তবে ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে এখন পর্যন্ত সবচেয়ে সফল দেশগুলোর তালিকায় শুরুর দিকে রয়েছে চীনের নাম। লকডাউনের সময় দেশটির অর্তনীতির গতি শ্লথ হয়ে এলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে চীন। গতি ফিরিয়েছে শিল্পোৎপাদন খাতে। ফলে বেশির ভাগ দেশ যখন করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অর্থনৈতিক সংকটে দিশাহীন, তখন চীনের অর্থনীতি গতি ফিরে পেয়েছে। মহামারীর মধ্যেও দেশটিতে ইস্পাত উৎপাদন আগের তুলনায় বেড়েছে।
তবে জানুয়ারি-অক্টোবর সময়ে বাড়লেও মাসভিত্তিক হিসাবে গত মাসে চীনে ইস্পাত উৎপাদন কমতির দিকে ছিল। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে দেশটিতে সব মিলিয়ে ৯ কোটি ২২ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের মাসের তুলনায় সামান্য কম। গত সেপ্টেম্বরে চীনে সব মিলিয়ে ৯ কোটি ২৫ লাখ ৬০ হাজার টন ইস্পাত উৎপাদন হয়েছিল।
এর মধ্য দিয়ে দেশটিতে টানা দুই মাস ধরে ইস্পাত উৎপাদনে মন্দা ভাব দেখা গেছে। তবে সেপ্টেম্বরের তুলনায় কমলেও গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে চীনে শিল্প ধাতুটির উৎপাদনে ১৩ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল।
অর্থসংবাদ/এসএ/২২:১৮/১১:৩০:২০২০