ভিয়েতনাম রোবাস্তা কফি উৎপাদন ও রফতানির জন্য খ্যাতি। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১১ মাসে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৪ লাখ ১০ হাজার টন কফি রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ কম। নভেম্বরে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৭০ হাজার টন কফি রফতানি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস। এ সময় দেশটি থেকে পানীয় পণ্যটি রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৫ শতাংশ কমেছে।
মহামারী করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক বাজারে কফির চাহিদা তুলনামূলক কমে এসেছে। এর জের ধরে বছরের প্রথম ১১ মাসে ভিয়েতনাম থেকে পানীয় পণ্যটির রফতানি রয়েছে কমতির দিকে। তবে শীত মৌসুমে বিশ্বজুড়ে কফির চাহিদা তুলনামূলক বেশি থাকে। চাঙ্গা হয়ে ওঠে ভিয়েতনাম থেকে পানীয় পণ্যটির রফতানি। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হলেও এবারের শীতে ভিয়েতনামের কফি রফতানি বাড়তে পারে বলে আশা করছেন।
অর্থসংবাদ/এসএ/১৩:২৪/১২:০২:২০২০