হ্রাস পেয়েছে ভিয়েতনামের কফি রফতানিতে

হ্রাস পেয়েছে ভিয়েতনামের কফি রফতানিতে
চলতি বছরে কফি রফতানি খাতে মন্দা ভাবের দেখা মিলছে ভিয়েতনামে। এ বছরের প্রথম ১১ মাসে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে পানীয় পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪ শতাংশ কমেছে। নভেম্বরে দেশটি থেকে কফি রফতানিতে সাড়ে ৩৭ শতাংশ পতন দেখা গেছে। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের (জিএসও) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।

ভিয়েতনাম রোবাস্তা কফি উৎপাদন ও রফতানির জন্য খ্যাতি। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১১ মাসে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৪ লাখ ১০ হাজার টন কফি রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ কম। নভেম্বরে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৭০ হাজার টন কফি রফতানি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস। এ সময় দেশটি থেকে পানীয় পণ্যটি রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৫ শতাংশ কমেছে।

মহামারী করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক বাজারে কফির চাহিদা তুলনামূলক কমে এসেছে। এর জের ধরে বছরের প্রথম ১১ মাসে ভিয়েতনাম থেকে পানীয় পণ্যটির রফতানি রয়েছে কমতির দিকে। তবে শীত মৌসুমে বিশ্বজুড়ে কফির চাহিদা তুলনামূলক বেশি থাকে। চাঙ্গা হয়ে ওঠে ভিয়েতনাম থেকে পানীয় পণ্যটির রফতানি। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হলেও এবারের শীতে ভিয়েতনামের কফি রফতানি বাড়তে পারে বলে আশা করছেন।

অর্থসংবাদ/এসএ/১৩:২৪/১২:০২:২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি