ভারতে কমতির দিকে ছোলার দাম

ভারতে কমতির দিকে ছোলার দাম
ভারতের বাজারে টানা ঊর্ধ্বমুখী ছিল ছোলার দাম। ডিসেম্বরের শুরু থেকে কমতির দিকে রয়েছে ছোলার দাম। ৩ ডিসেম্বর ভারতের বাজারে প্রতি কুইন্টাল ছোলার দাম কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭২ রুপিতে। এ সময় অক্টোবরের সর্বোচ্চ রেকর্ডের তুলনায় কৃষিপণ্যটির দাম কমেছে ১৩ শতাংশ। বিজনেস লাইন ও ইকোনমিক টাইমস সূত্রে এ তথ্য পাওয়া যায়।

গত সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাস ভারতে ছোলার দাম বাড়তির দিকে ছিল। অক্টোবরের শেষ ভাগে এসে পণ্যটির দাম বেড়ে কুইন্টালপ্রতি ৫ হাজার ৫০০ রুপিতে (ভারতীয় মুদ্রা) বৃদ্ধি পায়। ৫২ সপ্তাহের মধ্যে এটাই ভারতের বাজারে কৃষিপণ্যটির সর্বোচ্চ দামের রেকর্ড। তবে নভেম্বরের মাঝামাঝি পণ্যটির দাম কিছুটা কমে আসে। ১২ নভেম্বর ভারতের বাজারে প্রতি কুইন্টাল ছোলা ৫ হাজার ১৯৩ রুপিতে বিক্রি হয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন,করোনাভাইরাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গরিব কল্যাণ জোযনা প্রকল্পের আওতায় স্বল্প আয়ের মানুষকে বিনামূল্যে ডাল বিতরণ করায় সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে ছোলার চাহিদা বাড়তির পথে ছিল। এর জের ধরে ওই সময় পণ্যটির দামও বেড়ে যায়। গত ৩০ নভেম্বর এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় পণ্যটির চাহিদা ও দাম দুটোই আগের তুলনায় হ্রাস পেয়েছে।

আইপিজিএ তথ্য অনুযায়ী, বর্তমানে ভারত সরকারের কাছে ১০-১২ লাখ টন ছোলা মজুদ আছে। অন্তত দুই মাস মজুদ করা এসব ছোলা দিয়ে অভ্যন্তরীণ চাহিদার চাপ সামলানো যাবে। নতুন মৌসুমের ছোলা বাজারে আসতে শুরু করবে দুই মাসের মধ্যে।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি