১৯২৭ সাল থেকে প্রতি বছর টাইম ম্যাগাজিন ‘পার্সন অফ দ্য ইয়ার' ঘোষণা করে। টাইম ম্যাগাজিনের সর্বশেষ ২০১৯ সালের মলাটে লেখা ছিলো ‘তারুণ্যের শক্তি'। সেখানে গ্রেটা থানবার্গকে দেখা গিয়েছিলো পর্তুগালের লিসবনে সৈকতে।
‘টাইম'-কে কিশোরী গ্রেটা তখন বলেছিলেন, ‘আমরা এভাবে বেঁচে থাকতে পারি না যে, আগামীকাল বলে কিছু নেই। কেননা আগামীকাল রয়েছে। এটাই আমরা বলছি।’
এদিকে গত ৭ নভেম্বর ইতিহাস রচনা করেছিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিস। তখন তারা ডোনাল্ড ট্রাম্প ও উপরাষ্ট্রপতি মাইক পেন্সকে হারিয়েছেন নির্বাচনের মাধ্যমে পরাজিত করেছিলেন। হ্যারিস সেদিন দেশের প্রথম মহিলা, প্রথম কৃষ্ণাঙ্গ প্রথম উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।
কমলা হ্যারিস ২০ জানুয়ারি, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহন করবেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কনিষ্ঠ সিনেটর হিসাবে ২০১৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় দায়িত্ব পালন করেছেন। সূত্র সিএনএন