ভারতে বৃদ্ধি পাচ্ছে সরবরাহ, কমছে পেঁয়াজের দাম

ভারতে বৃদ্ধি পাচ্ছে সরবরাহ, কমছে পেঁয়াজের দাম
ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু হ্রাস পেয়েছে পণ্যটির দাম। পেঁয়াজ সরবরাহে এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে ভারতের বাজারে পেঁয়াজের দাম আরও হ্রাস পেতে পারে। এ অবস্থায় পেঁয়াজ রফতানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিতে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ বিশেষজ্ঞদের। ফ্রেশপ্লাজাডটকম সূত্রে এ তথ্য জানা যায়।

ভারতের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা যায়, এ বছরের নভেম্বরে মহারাষ্ট্রের মান্দির পাইকারি বাজারে ২ লাখ ২৮ হাজার টন পেঁয়াজ সরবরাহ হয়েছে। এর আগে মাসে বাজারে সবমিলিয়ে ১ লাখ ৫৬ হাজার টন পেঁয়াজ সরবরাহ হয়েছিল সে হিসেবে এক মাসের ব্যবধানে ভারতের পাইকারি বাজারে পণ্যটির সরবরাহ বৃদ্ধি পেয়েছে ৭২ হাজার টন। এমনকি চলতি বছরের ডিসেম্বরের প্রথম ১০ দিনে এ বাজারে ৫২ হাজার টন পেঁয়াজ সরবরাহ হয়েছে।

গত ২০ অক্টোবর মান্দির পাইকারি বাজারে পেঁয়াজের দাম সর্বোচ্চে উঠেছিল। এর পর থেকে সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পণ্যটির দাম কমে এসেছে। গত দেড় মাসে ভারতে পেঁয়াজের দাম প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানান লাসালগাঁও এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটির (এপিএমসি) চেয়ারম্যান সুবর্ণ জগতাপ। তিনি জানান, বাড়তি সরবরাহের কারণে গত দুইদিনের পেঁয়াজের দাম কেজিতে ২০ রুপি (স্থানীয় মুদ্রা) হ্রাস পেয়েছে।

দাম আগের তুলনায় হ্রাস পাওয়ায় পেঁয়াজ রফতানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিতে ভারতের কেন্দ্রীয় কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন সুবর্ণ জগতাপ। অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির লাগাম টানতে গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশসহ সব রফতানি বাজারে পেঁয়াজ রফতানি সাময়িক বন্ধ করে দেয় ভারত। এ নিষেধাজ্ঞা এখনো বিদ্যমান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি