চলতি বছরে মালয়েশীয় পাম অয়েলের মজুদ আরো কমল

চলতি বছরে মালয়েশীয় পাম অয়েলের মজুদ আরো কমল
শীতের মৌসুম চলে এসেছে। শীত মৌসুম শুরুর আগে রফতানি প্রবৃদ্ধির বজায় থাকার জের ধরে চলতি বছরের অক্টোবরে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ হ্রাস পেয়েছে। নভেম্বরে পণ্যটির মজুদ কমার এ প্রবণতা আরো জোরালো হয়েছে। এ সময় আগের মাসের তুলনায় মালয়েশীয় পাম অয়েলের সমাপনী মজুদ কমে প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। মালয়েশীয় পাম অয়েল বোর্ডের (এমপিওবি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্টার অনলাইন ও বিজনেস রেকর্ডার সূত্রে এ তথ্য পাওয়া যায়।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক দেশ মালয়েশিয়া। এমপিওবির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বর শেষে দেশটিতে পাম অয়েলের সমাপনী মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৬০ হাজার টনে। আগের মাসের তুলনায় নভেম্বরে মালয়েশীয় পাম অয়েলের মজুদ কমেছে দশমিক ৫৮ শতাংশ। ২০১৭ সালের জুনের পর এটাই মালয়েশিয়ায় পাম অয়েলের সর্বনিম্ন মজুদের রেকর্ড।

রফতানি কমতির দিকে থাকলে পণ্যের মজুদ বেড়ে যায়। তবে মালয়েশীয় পাম অয়েলের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। এর পেছনে উৎপাদন খাতে বিদ্যমান মন্দা ভাবকে চিহ্নিত করেন খাতসংশ্লিষ্টরা। এমপিওবির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরে মালয়েশিয়ায় সব মিলিয়ে ১৪ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত পাম অয়েল উৎপাদন হয়েছে। অক্টোবরের তুলনায় গত মাসে দেশটিতে পণ্যটির উৎপাদন কমেছে ১৩ দশমিক ৫১ শতাংশ। গত মার্চের পর নভেম্বরে মালয়েশিয়ায় সবচেয়ে কম অপরিশোধিত পাম অয়েল উৎপাদন হয়েছে।

চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েল রফতানিতে প্রবৃদ্ধি বজায় ছিল। শীত মৌসুম শুরুর আগে আগে প্রতি বছরই পণ্যটির রফতানি চিত্র ঊর্ধ্বমুখী থাকে। তবে নভেম্বরে মালয়েশীয় পাম অয়েল রফতানি কমে এসেছে। এমপিওবির প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বর শেষে মালয়েশিয়া থেকে সব মিলিয়ে ১৩ লাখ টন পাম অয়েল রফতানি হয়েছে। এক মাসের ব্যবধানে দেশটি থেকে পণ্যটির রফতানি কমেছে ২২ দশমিক ১৬ শতাংশ। গত সাত মাসের মধ্যে এটাই মালয়েশিয়া থেকে সবচেয়ে কম পাম অয়েল রফতানির পরিমাণ।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর