বাংলাদেশে বিদেশী গ্রিনফিল্ড বিনিয়োগ কমেছে ৮৪%

বাংলাদেশে বিদেশী গ্রিনফিল্ড বিনিয়োগ কমেছে ৮৪%
চলতি বছর জানুয়ারি থেকে জুন ছয় মাসে দেশে গ্রিনফিল্ড এফডিআই বা নতুন প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ কমেছে ৮৪ শতাংশ। যদিও একই সময়ে এশিয়া-প্যাসিফিকের দেশগুলোর মধ্যে গ্রিনফিল্ড এফডিআই শতভাগেরও বেশি বেড়েছে এমন দেশগুলোর মধ্যে আছে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। গতকাল আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্যের উল্লেখ করা হয়েছে।

‘এশিয়া-প্যাসিফিক এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ২০২০: নেভিগেটিং দ্য ক্রাইসিস টুয়ার্ডস এ হিউম্যান-সেন্টার্ড ফিউচার অব ওয়ার্ক’ শীর্ষক ওই প্রতিবেদনে আইএলও বলছে, করোনার কারণে এশিয়া-প্যাসিফিকের শ্রমবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাজারগুলোয় হারানো কাজের সংখ্যা ৮ কোটি ১০ লাখ। মহামারীর প্রভাবে কর্মঘণ্টা কমে কাজের প্রবৃদ্ধি উল্টো পথে হেঁটেছে এবং লাখো মানুষকে ওয়ার্কিং পভার্টির পথে ঠেলে দিয়েছে।

প্রতিবেদনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোয় আসা গ্রিনফিল্ড এফডিআই বা নতুন প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগপ্রবাহের গতি-প্রকৃতিও তুলে ধরা হয়। গ্রিনফিল্ড এফডিআই কভিড-১৯-এর প্রভাব খতিয়ে দেখতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন এ ছয় মাসকে বেছে নেয়া হয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মোট ২৫টি দেশের মধ্যে ছয়টি দেশে গ্রিনফিল্ড এফডিআই বাড়লেও বাকি দেশগুলোয় কভিডের প্রভাবে কমেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। এ ছয় দেশের মধ্যে আছে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, মিয়ানমার, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। এর মধ্যে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার গ্রিনফিল্ড এফডিআই বৃদ্ধির হার ১০০ শতাংশেরও বেশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর