রুপার দাম বেড়েছে, কমেছে স্বর্ণ-তেলের

রুপার দাম বেড়েছে, কমেছে স্বর্ণ-তেলের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সেই সঙ্গে দাম কমেছে স্বর্ণেরও। তবে বৃদ্ধি পেয়েছে রুপার দাম।

এর আগে, গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় দুই শতাংশ। হান্টিং অয়েল ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে প্রায় অর্ধশতাংশ। স্বর্ণের দামও প্রায় অর্ধশতাংশ কমেছে। বিপরীতে রুপার দাম প্রায় অর্ধশতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্ববাজারে সপ্তাহ শেষে তেলের দাম কমলেও শুরুর চিত্র ছিল ভিন্ন। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের শুরুতে দাম বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য ৫০ ডলারে উঠে যায়। এতে নয় মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যে পৌঁছে অপরিশোধিত তেলের দাম।

গত মঙ্গলবার বড় এ উত্থানের পরে পতনের মধ্যে পড়ে তেলের দাম। ফলে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার কিছুটা দাম বাড়লেও শেষ পর্যন্ত পতনের হাত থেকে রক্ষা মেলেনি।

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার পরও সপ্তাহজুড়ে দাম হ্রাস পেয়েছে ১ দশমিক ৭৭ শতাংশ। এতে সপ্তাহ শেষ প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৩ ডলারে।

তেলের পাশাপাশি দাম বৃদ্ধি পেয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের। গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দশমিক ৪১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৫১ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। আর হান্টিং অয়েলের দাম গত এক সপ্তাহে দশমিক ৩৫ শতাংশ কমে প্রতি গ্যালনের দাম ১ দশমিক ৪৯ ডলার হয়েছে।

তেলের দরপতনের মধ্যে গত সপ্তাহে হ্রাস পেয়েছে স্বর্ণের দাম। সপ্তাহের ব্যবধানে দশমিক ২৬ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮৭৫ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে। সপ্তাহ শেষে স্বর্ণের দামে পতন হলেও সপ্তাহের শুরুর চিত্র ছিল ভিন্ন। আগের সপ্তাহে ১৮৮১ দশমিক শূন্য ৪ ডলারে থাকা স্বর্ণের গত সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার লেনদেন শুরু হতেই ১৯০০ ডলারে উঠে যায়।

এর আগে, গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও আর এক দামি ধাতু রূপার দাম বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে রুপার দাম দশমিক ৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ২৫ দশমিক ৮৫ ডলারে উঠে আসে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি