জ্বালানি তেল রফতানি আয়ে ধস নেমেছে

জ্বালানি তেল রফতানি আয়ে ধস নেমেছে
মহামারী করোনাভাইরাসের ভিতর বিশ্বজুড়ে চাহিদা কমে যাওয়া ও রেকর্ড দরপতনের জের ধরে রাশিয়ার জ্বালানি তেল রফতানি আয়ে মন্দা ভাব দেখা দিয়েছে। চলতি বছরে প্রথম ১০ মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে রাশিয়ার আয় আগের বছরের একই বছরের তুলনায় হ্রাস পেয়েছে সাড়ে ৪০ শতাংশের বেশি। রাশিয়া ফেডারেল কাস্টমস সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়া ও অয়েলপ্রাইসডটকম সূত্রে এ তথ্য জানা যায়।

রাশিয়ার সরকারি হিসাব অনুযায়ী, মাসভিত্তিক হিসাবে সর্বশেষ অক্টোবরে রুশ জ্বালানি তেল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে। এ সময় সব মিলিয়ে ৫১৩ কোটি ডলারের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে রাশিয়া, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৩ শতাংশ কম। শুধু আগের বছরের একই সময়ের তুলনায় নয়, বরং চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে রাশিয়ার আয় দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে।

এর আগে, গত ২০১৯ সালের জানুয়ারি-অক্টোবর সময়ে রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি কমেছে ১০ শতাংশ। এর মধ্য দিয়ে বছরের প্রথম ১০ মাসে জ্বালানি পণ্যটি রফতানি করে সংশ্লিষ্টরা সব মিলিয়ে ৬ হাজার ৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করেছেন। এক বছরের ব্যবধানে জ্বালানি পণ্যটির রফতানি বাবদ রাশিয়ার আয় ৪০ দশমিক ৬ শতাংশ কমেছে।

বিদায়ী বছরের মার্চে রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার মূল্যযুদ্ধের জের ধরে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম শূন্য ডলারের নিচে নেমে যায়। কোভিড-১৯ এর মধ্যে এ পরিস্থিতি রাশিয়ার রফতানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি করোনাকালে বছরজুড়ে দাম তুলনামূলক কম থাকায় ২০১৯ সালে রাশিয়ার জ্বালানি তেল রফতানি আয়ে রীতিমতো ধস নেমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর