রাশিয়ার সরকারি হিসাব অনুযায়ী, মাসভিত্তিক হিসাবে সর্বশেষ অক্টোবরে রুশ জ্বালানি তেল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে। এ সময় সব মিলিয়ে ৫১৩ কোটি ডলারের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে রাশিয়া, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৩ শতাংশ কম। শুধু আগের বছরের একই সময়ের তুলনায় নয়, বরং চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে রাশিয়ার আয় দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে।
এর আগে, গত ২০১৯ সালের জানুয়ারি-অক্টোবর সময়ে রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি কমেছে ১০ শতাংশ। এর মধ্য দিয়ে বছরের প্রথম ১০ মাসে জ্বালানি পণ্যটি রফতানি করে সংশ্লিষ্টরা সব মিলিয়ে ৬ হাজার ৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করেছেন। এক বছরের ব্যবধানে জ্বালানি পণ্যটির রফতানি বাবদ রাশিয়ার আয় ৪০ দশমিক ৬ শতাংশ কমেছে।
বিদায়ী বছরের মার্চে রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার মূল্যযুদ্ধের জের ধরে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম শূন্য ডলারের নিচে নেমে যায়। কোভিড-১৯ এর মধ্যে এ পরিস্থিতি রাশিয়ার রফতানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি করোনাকালে বছরজুড়ে দাম তুলনামূলক কম থাকায় ২০১৯ সালে রাশিয়ার জ্বালানি তেল রফতানি আয়ে রীতিমতো ধস নেমেছে।