শুক্রবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিক।
জানা গেছে, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার প্রান্তিক লবণচাষিদের ঋণ বিতরণের জন্য নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ৫ কোটি টাকার ঋণ কর্মসূচি হাতে নেবে বিসিক। পর্যায়ক্রমে এ তহবিলের পরিমাণ বাড়ানো হবে।
এদিকে, বৃহস্পতিবার কক্সবাজারে লবণশিল্প সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা করেন শিল্প সচিব কেএম আলী আজম।
জানা গেছে, সরকারিভাবে ১ লাখ মেট্রিক টন লবণ ধারণক্ষমতা সম্পূর্ণ বাফার গুদাম তৈরির পরিকল্পনা হাতে নিচ্ছে শিল্প মন্ত্রণালয়। সেই সঙ্গে লবণের উৎপাদন খরচ কমানোর জন্য কাজ করবে মন্ত্রণালয়।
এমন পরিস্থিতিতে লবণের জাতীয় চাহিদা নির্ণয়, চাষিদের অর্থঋণ প্রদান, লবণের বাজারমূল্য নির্ধারণ, স্বল্পমূল্যে পলিথিন সরবরাহ এবং মনিটরিং সেল গঠনের দাবি জানিয়ে আসছেন লবণমিল মালিক ও চাষিরা।