খবরে বলা হয়েছে, ভারতের বাজারে চলতি মাসজুড়ে ইস্পাতের দাম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে এবং প্রতি টনে এ বৃদ্ধি ৬ হাজার রুপি পর্যন্ত উঠতে পারে। প্রথম পদক্ষেপ এরই মধ্যে কার্যকর হয়েছে। হট রোল কয়েলের দাম প্রতি টনে ১ হাজার ৫০০ এবং রডের দাম টনপ্রতি ২ হাজার ৪০০ রুপি বাড়ানো হয়েছে।
জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার (জেএসপিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ভিআর শর্মা বলেন, ইস্পাতের মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদে বজায় থাকতে পারে। জাতীয় খনিজ উন্নয়ন কর্পোরেশন (এনএমডিসি) ইস্পাত তৈরির অন্যতম কাঁচামাল আকরিক লোহার দাম একই স্তরে রাখতে সক্ষম হলে শিল্প ধাতুটির দামও স্থিতিশীল হতে পারে।
কোভিড-১৯ এর সংক্রমণ কমে আসা ও লকডাউন শিথিল হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কার্যক্রম শুরু করেছে। এ সুযোগে জেএসপিএল ডিসেম্বর মাসে সর্বোচ্চ উৎপাদন ও বিক্রির রেকর্ড করেছে।
ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন (আইএসএস)এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি লিখে ইস্পাতের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেছে। চিঠিতে বৈশ্বিক সরবরাহে ঘাটতি এবং আকরিক লোহার ঘাটতির কারণে আন্তর্জাতিক বাজারে দাম টনপ্রতি ৩৯৭ ডলার থেকে ৭৫০ ডলারে উন্নীত হওয়ার বিষয়টি উল্লেখ করেছে আইএসএস।
উল্লেখ্য, গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং একই সময়ে বিক্রিও ১২ শতাংশ বেড়েছে।