গত মাসে অর্জিত হয়নি রফতানি আয় লক্ষ্যমাত্রা

গত মাসে অর্জিত হয়নি রফতানি আয় লক্ষ্যমাত্রা
চলতি অর্থবছরের সপ্তম মাস জানুয়ারিতে রফতানি আয় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এ মাসে ৩৪৩ কোটি ৬৭ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ কম। ২০২০ সালের জানুয়ারিতে রফতানি হয়েছিল ৩৬১ কোটি ডলারের পণ্য। গত জানুয়ারির তুলনায় রফতানি কমেছে ৪ দশমিক ৯৯ শতাংশ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পণ্য রফতানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২০-২০২১ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দুই হাজার ২৬৭ কোটি ডলার বা এক লাখ ৯৫ হাজার ৬৯৫ কোটি টাকার পণ্য রফতানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে এক দশমিক শূন্য ৯ শতাংশ কম।

পরিসংখ্যান বিশ্লেষণ করে জানা যায়, অর্থবছরের প্রথম সাত মাসে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত পণ্য, প্লাস্টক পণ্যের রফতানি কমলেও বেড়েছে পাটজাত পণ্য, রাসায়নিক, হস্ত শিল্পের রফতানি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি