চলতি বছরের শুরুতে ই–কমার্স জায়ান্ট জেফ বেজোসকে হটিয়ে ধনীর তালিকায় শীর্ষ স্থান দখল করে নেন ইলন মাস্ক। সে সময় তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৮ হাজার ৫০০ কোটি ডলার। তবে কিছুদিনের মধ্যেই আবার তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে আসেন তিনি। এক নম্বরে চলে আসেন জেফ বেজোস। আবার টেসলার শেয়ারের দর কমায় ইলন নেমে এলেন তৃতীয় নম্বরে। গত সপ্তাহে ৬২০ কোটি ডলার মূল্য হারিয়েছে টেসলা। এ কারণে মাস্কের সম্পদের পরিমাণ এখন ১৫ হাজার ৯০ কোটি ডলার।
অন্যদিকে প্যারিসভিত্তিক বিলাসবহুল পণ্য প্রস্তুতকারক এলভিএমএইচ কোম্পানির চেয়ারম্যান বার্নার্ড আরনল্ট এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। আরনল্টের সম্পদের পরিমাণ এখন ১৫ হাজার ৫৬০ কোটি ডলার। এ ছাড়া শীর্ষ স্থান ধরে রেখেছেন বেজোস। তাঁর সম্পদের পরিমাণ ১৭ হাজার ৫৪০ কোটি ডলার। সূত্র: সিএনবিসি