সোমবার (১২ এপ্রিল) কাজ ও চলাচলের ওপর নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে আবারও এক সপ্তাহের জন্য নেওয়া লকডাউন কর্মসূচির আওতায় শিল্পকারখানাগুলো চালু থাকবে, তবে সব বিপণিবিতান বন্ধ থাকবে।
তবে অনলাইনের মাধ্যমে কেনাবেচা চলবে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। ৫ এপ্রিল থেকে যে বিধিনিষেধ আরোপ করা হয়, তাতে অনলাইনে কেনাবেচার বিষয়টি রাখা হয়েছিল। তবে এবারের বিধিনিষেধে অনলাইনে কেনাকাটার বিষয়ে কিছু বলা হয়নি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল নয়টা থেকে বিকেল তিনটার মধ্যে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে হবে। বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।
এর আগে করোনা সংক্রমণ প্রতিরোধে ৫ এপ্রিল থেকে সারা দেশে চলাচলে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা এখন চলমান।