বেসরকারিভাবে আমদানির জন্য বরাদ্দ পাওয়া যেসব আমদানিকারক গত ২৫ মার্চ ও ১৫ ফেব্রুয়ারির মধ্যে এলসি খুলেছেন তাদের সব চাল বাজারে আনার বেঁধে দেওয়া সময় শেষ হয়েছে ২০ এপ্রিল। এ সময় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব আমদানিকারক ২৫ মার্চ ও ১৫ ফেব্রুয়ারির মধ্যে এলসি খুলেছেন কিন্তু চাল বাজারজাত করতে পারেননি তাদের এলসি করা সম্পূর্ণ চাল বাজারজাত করতে জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হলো। এ সময় আর বাড়ানো হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
জানা গেছে, বিভিন্ন শর্তে বেসরকারি পর্যায়ে ১৫ লাখ ৬০ হাজার ৮৬৩ টন চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। কিন্তু বরাদ্দের বেশির ভাগ চালই আনতে পারেনি আমদানিকারকরা।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২১ এপ্রিল পর্যন্ত ৯ লাখ ৫৪ হাজার ৪৪৪ টন চাল আমদানির জন্য এলসি খোলা হলেও আমদানি হয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৯০১ টন।