অভিযানের নামে হয়রানি বন্ধের আহ্বান এফবিসিসিআই সভাপতির

অভিযানের নামে হয়রানি বন্ধের আহ্বান এফবিসিসিআই সভাপতির
করোনাভাইরাস মহামারীর প্রভাবে দেশের বিকাশমান পর্যটন শিল্পের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান রেস্টুরেন্ট, হোটেল, মোটেল ও গেস্ট হাউজ ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতির মুখে দেশের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এ অবস্থায় এসব প্রতিষ্ঠানে অভিযানের নামে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

সম্প্রতি রেস্টুরেন্ট দ্য রিও লাউঞ্জের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, অভিযানের নামে হয়রানি গ্রহণযোগ্য নয়। দেশের অভিজাত বাফেট

রাজধানীর গুলশানের পিংক সিটির অষ্টম তলায় ফিতা কেটে দ্য রিও লাউঞ্জের উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি। এ সময়ে সংগঠনটির সাবেক সহসভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, এফবিসিসিআই পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী অপু বিশ্বাসসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা সহায়তার আশ্বাস পেয়ে অনেক উদ্যোক্তা সাহস নিয়ে বিনিয়োগে এগিয়ে আসছেন। এমন সাহসী উদ্যোগের অনন্য উদাহরণ অভিজাত বাফেট রেস্টুরেন্ট দ্য রিও লাউঞ্জের এই পথ চলা। আমি প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করছি। আশা করছি, দ্য রিও লাউঞ্জ দেশী-বিদেশী ভোজন রসিকদের প্রত্যাশা পূরণ করবে।

অভিজাত বাফেট রেস্টুরেন্টটিতে অতিথিরা মাত্র ৭৯৯ টাকায় মধ্যাহ্নভোজে শতাধিক পদের খাবার গ্রহণ করতে পারবেন। আর মাত্র ৯৯৯ টাকায় নৈশভোজে থাকছে ১২০টির অধিক পদের বাহারি খাবার। এ খাবার মূল্যের বাইরে ক্রেতাদের পৃথকভাবে ভ্যাট ও সার্ভিস ফি প্রদান করতে হবে না বলে অনুষ্ঠানে জানায় দ্য রিও লাউঞ্জ কর্তৃপক্ষ।

আগামী ১ জুন থেকে বুকিং দেয়া যাবে ৫৫০ জন অতিথির ধারণক্ষমতাসম্পন্ন রেস্টুরেন্ট দ্য রিও লাউঞ্জে। এছাড়া এখানে আরো আছে কিডস গেমিং জোন, কনফারেন্স হল, সেলফি বুথ, যেকোনো অনুষ্ঠানের জন্য পৃথক মঞ্চ, ভিআইপি মিটিং রুম, জুসবার, কফি হাউজ ও আইসক্রিম পার্লারের অন্যান্য সুবিধা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি