যেখানেই শুটিং করছেন, সেখানেই দলবেঁধে জড়ো হাজির হচ্ছেন ভক্তরা। সবার আবদার একটাই, অন্তত একটি ছবি তোলা। আর ব্যস্ততার মাঝেও ভক্তদের খালি হাতে ফেরাচ্ছেন না ‘টাইগার’। ছবি তুলে হাসিমুখে সবার আবদার পূরণ করছেন।
কিছু ছবিতে দেখা গেছে সাদা প্রিন্টার টি-শার্টের সঙ্গে কালো রঙের লেদার জ্যাকেট পরেছেন সালমান। আবার অন্য কয়েকটি ছবিতে দেখা গেছে গোলাপি রঙের টি-শার্টের ওপর চেক শার্ট পরে ধরা দিয়েছেন বলিউড ‘ভাইজান’।
অন্যদিকে ভক্তদের নিরাশ করেননি ‘টাইগার’- এর ‘জোয়া’ অর্থাৎ ক্যাটরিনা কাইফও। ভক্তদের সেলফির আবদার হাসিমুখে মেটাচ্ছেন তিনি। বহু ভক্তরা ব্যক্তিগত জীবনে ক্যাটরিনার রূপ থেকে ব্যবহারে যে মুগ্ধ সেকথাও ছবি পোস্টার পাশাপাশি জানিয়েছেন।