রোববার (২ জানুয়ারি) রাতে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
টিসিবির পক্ষ থেকে জানানো হয়, সোমবার থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সয়াবিন তেল, মসুর ডাল, পেঁয়াজ ও চিনি বিক্রি করা হবে।
টিসিবির ৫০তম সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করা হবে।
বিশেষ বরাদ্দে প্রতিটি ট্রাকে তেল থাকবে ৭০০ লিটার, যা গত মাসে ছিল ৬০০ লিটার। মশুর ডাল ৫০০ কেজি, চিনি-১০০-৫০০ কেজি ও পেঁয়াজ ৩০০-৫০০ কেজি দেওয়া হবে।
ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২-৫ লিটার সয়াবিন তেল ও কেজি ৩০ টাকা দরে পেঁয়াজ কিনতে পারবেন।