রবিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর, আদাবর ও মিরপুর বাজার ঘুরে দেখা গেছে, ভোজ্যতেল ও রসুনের পাশাপাশি পেঁয়াজের দামও বেড়েছে। বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় হঠাৎ করে দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি প্রতি পিছ ৪০ থেকে ৫০ টাকা। বেগুন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা। প্রকারভেদে শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা কেজিতে। আলু প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা বিক্রি হচ্ছে। বরবটি, গাজর প্রতি কেজি ১০০থেকে ১২০টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
ব্যবসায়ী জানায়, পেঁয়াজের দাম বেশি হওয়ার কারণে বিক্রি কম হচ্ছে। চার দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।