নিত্যপণ্যের দাম বাড়ছেই

নিত্যপণ্যের দাম বাড়ছেই
প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছেই। কোনোভাবেই পণ্যের দাম নাগালের মধ্যে আসছে না। চার/পাঁচ দিন আগেও বাজারে দেশি পেঁয়াজের কেজি ৩০ থেকে ৩৫ টাকা থাকলেও আজ সেই পেঁয়াজের কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের সঙ্গে বেড়েছে সবজি ও মাছের দামও। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ক্রেতারা।

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর, আদাবর ও মিরপুর বাজার ঘুরে দেখা গেছে, ভোজ্যতেল ও রসুনের পাশাপাশি পেঁয়াজের দামও বেড়েছে। বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় হঠাৎ করে দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি প্রতি পিছ ৪০ থেকে ৫০ টাকা। বেগুন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা। প্রকারভেদে শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা কেজিতে। আলু প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা বিক্রি হচ্ছে। বরবটি, গাজর প্রতি কেজি ১০০থেকে ১২০টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

ব্যবসায়ী জানায়, পেঁয়াজের দাম বেশি হওয়ার কারণে বিক্রি কম হচ্ছে। চার দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি