মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকে দিনভর দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে নিশ্চিত করে বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, বুধবার সকাল থেকে পুনরায় বাণিজ্য চালু হবে।
তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও সচল রয়েছে পাসপোর্ট ধারী যাত্রী যাতায়াত।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভপাতি আমিনুল হক জানান, আশুরা উপলক্ষে সরকারি ছুটিতে আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে শত শত ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিকেল ও খাদ্যদ্রবসহ বিভিন্ন পণ্য রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল কালাম আজাদ জানান, এ পথে আমদানি,রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে। করোনা সুরক্ষা নিয়োম মেনে পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করছে।