ডিম ও পেঁয়াজের দামে অস্বস্তি

ডিম ও পেঁয়াজের দামে অস্বস্তি
হুট করে বেড়ে যাওয়া ডিমের দামে ফের অস্বস্তি দেখা দিয়েছে। মাঝে আমদানির হুমকি, ভোক্তা অধিদপ্তর ও র‍্যাবের অভিযানে দাম কিছুটা কমলেও তা দু’দিনের বেশি স্থায়ী হয়নি। আমিষজাতীয় খাদ্যপণ্যটির দাম আবার বাড়ছে। অন্যদিকে ভারতের রপ্তানি শুল্ক আরোপের খবরে দেশে পেঁয়াজের বাজারও চড়া হতে শুরু করেছে।

রাজধানীর তেজগাঁওয়ের কয়েকটি এলাকা ও হাতিরপুল কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, বাদামি রংয়ের ডিম ১৫৫ থেকে ১৬০ টাকায় ডজন বিক্রি হচ্ছে। সাদা রংয়ের ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। তবে অন্যান্য ছোট বাজার ও মহল্লার তুলনায় কারওয়ান বাজারে ৫ টাকা কমে প্রতি ডজন ডিম বিক্রি হতে দেখা গেছে। দু’দিন আগে গত শনিবারে বাজারে ফার্মের প্রতি ডজন বাদামি ডিম ১৪৫ থেকে ১৫৫ টাকায় বিক্রি হয়েছিল। সাদা ডিম বিক্রি হয়েছিল ১৪০ থেকে ১৪৫ টাকায়।

উৎপাদন কম ও মুরগির খাদ্যের মূল্য বৃদ্ধির অজুহাতে দুই সপ্তাহ ধরে ডিমের বাজার ছিল টালমাটাল। ১৪০ টাকা থেকে দফায় দফায় বেড়ে এক পর্যায়ে রেকর্ড ১৭০ টাকায় বিক্রি হয় প্রতি ডজন ফার্মের ডিম।

পেঁয়াজের বাজার চড়া: ভারত রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের খবরে দেশের বাজারে এক দিনে ১০ থেকে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। কোথাও কোথাও সরবরাহ কমেছে পণ্যটির। সোমবার রাজধানীতে ভারতীয় পেঁয়াজের কেজি খুচরা পর্যায়ে বিক্রি হয়েছে ৭০ টাকার আশপাশে। এছাড়া দেশি ভালো মানের পেঁয়াজের কেজি খুচরায় বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯৫ টাকায়। অথচ দু’দিন আগে দেশি পেঁয়াজ ৭৫ টাকার আশপাশে বিক্রি হয়েছিল।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক মাসে দেশি পেঁয়াজের দাম ৩৬ এবং আমদানি করা পেঁয়াজের দাম ৫০ শতাংশ বেড়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি