অন্যদিকে আমদানি বাড়লেও বাজারে হলুদের দাম কমছে না, বরং বেড়েই চলেছে। গত এক মাসের ব্যবধানে গুঁড়া হলুদের দাম কেজিতে ৩০-৩৫ টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্ট পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ৬ হাজার ১৭৭ টন। যার আমদানি মূল্য ৮৯ কোটি ৯৩ লাখ টাকা, যা গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি।
২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছিল ৩ হাজার ৪০৮ টন। সে হিসাব অনুযায়ী আমদানি বেড়েছে ২ হাজার ৭৬৯ টন।
ভোমরা স্থলবন্দরের এক আমদানিকারক জানান, সম্প্রতি তার প্রতিষ্ঠানে শুকনা হলুদ আমদানি বেড়েছে। বর্তমানে সপ্তাহে ১৫-১৬ ট্রাক শুকনা হলুদ আমদানি হচ্ছে, যা গত অর্থবছরের এ সময়ের তুলনায় অন্তত ৪০-৪৫ শতাংশ। দেশের বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় আমদানি বেড়েছে।
অর্থসংবাদ/এমআই