এক মাস আগেও এলএমইতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ১ হাজার ৮৪০ ডলারের কাছাকাছি ছিল। গত ১৩ অক্টোবর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে ব্যবহারিক ধাতুটি টনপ্রতি ১ হাজার ৮৪১ ডলারে বিক্রি হয়। এরপর চাঙ্গা হতে শুরু করে অ্যালুমিনিয়ামের বাজার। ১৬ অক্টোবর ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ১ হাজার ৮৬৫ ডলার ৫০ সেন্টে ওঠে।
এর পর থেকে এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম অনেকটাই কমে আসে। ২৯ অক্টোবর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম ১ হাজার ৭৮৬ ডলারে বিক্রি হয়। তবে নভেম্বরের প্রথম কার্যদিবসে ব্যবহারিক ধাতুটি বিক্রি হয় টনপ্রতি ১ হাজার ৮৩৪ ডলার ৫০ সেন্টে। চলতি মাসে ক্রমেই চাঙ্গা হয়ে উঠেছে অ্যালুমিনিয়ামের দাম।
এলএমইতে ৩ নভেম্বর প্রতি টন অ্যালুমিনিয়াম ১ হাজার ৮৯১ ডলারে বিক্রি হয়। মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় ৯ নভেম্বর এলএমইতে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ১ হাজার ৯০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়। সর্বশেষ কার্যদিবসে এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম ১ হাজার ৯১৮ ডলারে বিক্রি হয়েছে।
অর্থসংবাদ/এসএ