গতকাল ২৫ (নভেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক বৈঠকে এ কথা বলেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের প্রচুর চাহিদা নরওয়েতে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দেয়া সুযোগ-সুবিধা খুবই আকর্ষণীয়। এজন্য বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে উভয় দেশের সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে অনেক দেশ বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। বাংলাদেশ সরকার বিনিয়োগের ক্ষেত্রে ট্যাক্সসহ বেশকিছু সুযোগ-সুবিধা দিচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নরওয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। নরওয়ে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। উভয় দেশের ব্যবসায়ীরা পারস্পরিক দেশ সফরের মাধ্যমে এ সুযোগ কাজে লাগাতে পারে। নরওয়েতে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি হচ্ছে। এছাড়া ওষুধ, সিরামিক পণ্য, ফার্নিচার, আইসিটি, হিমায়িত মৎস্য, চামড়াজাত পণ্য এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি করার সুযোগ রয়েছে।
অর্থসংবাদ/এসএ/২৪:৪২/১১:২৬:২০২০