রয়টার্স প্রাইস ইনডেক্স তথ্যনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ২২ শতাংশ হ্রাস পেয়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৫০ ডলার ২৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৬২ সেন্ট কম।
ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামেও একই চিত্র দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে জ্বালানি পণ্যটির দাম আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৭২ সেন্ট হ্রাস পেয়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৪৭ ডলার ২৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কম।
প্রসঙ্গত, সোমবারও যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৩ শতাংশ কমেছিল। খাতসংশ্লিষ্টদের মতে, কমার এ হার অব্যাহত থাকলে বড়দিনের আগে ব্রেন্ট ক্রুডের ব্যারেল ফের ৫০ ডলারের নিচে নেমে আসতে পারে।
চলতি বছর শেষ হওয়ার আগে যেখানে ধনী দেশগুলো কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে ক্রমশ আশাবাদী হয়ে উঠছিল, ঠিক তখনই দুঃসংবাদ দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
জনসন জানান, করোনাভাইরাসের নতুন একটি বিবর্তিত রূপ লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়িয়ে পড়েছে। এর পর পরই যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ভারতসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ। এ পরিস্থিতি নতুন আতঙ্ক জন্ম দেয়ার পাশাপাশি দরপতন ঘটিয়েছে জ্বালানি তেলের বাজারে।