8194460 করোনার নতুন সংক্রমণে জ্বালানি তেলের ফের দরপতন - OrthosSongbad Archive

করোনার নতুন সংক্রমণে জ্বালানি তেলের ফের দরপতন

করোনার নতুন সংক্রমণে জ্বালানি তেলের ফের দরপতন
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। সারাবিশ্বে এখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। এর মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে কোভিড-১৯ ভাইরাসের নতুন রূপের দেখা মিলছে। করোনাভাইরাসের নতুন রূপের বিস্তার ঘটার পর প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি তেলের বাজারে। করোনা সংক্রমণের নতুন এ আশঙ্কা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরপতন ঘটিয়েছে। রয়টার্স সূত্রে এ তথ্য জানা যায়।

রয়টার্স প্রাইস ইনডেক্স তথ্যনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ২২ শতাংশ হ্রাস পেয়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৫০ ডলার ২৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৬২ সেন্ট কম।

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামেও একই চিত্র দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে জ্বালানি পণ্যটির দাম আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৭২ সেন্ট হ্রাস পেয়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৪৭ ডলার ২৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কম।

প্রসঙ্গত, সোমবারও যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৩ শতাংশ কমেছিল। খাতসংশ্লিষ্টদের মতে, কমার এ হার অব্যাহত থাকলে বড়দিনের আগে ব্রেন্ট ক্রুডের ব্যারেল ফের ৫০ ডলারের নিচে নেমে আসতে পারে।

চলতি বছর শেষ হওয়ার আগে যেখানে ধনী দেশগুলো কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে ক্রমশ আশাবাদী হয়ে উঠছিল, ঠিক তখনই দুঃসংবাদ দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

জনসন জানান, করোনাভাইরাসের নতুন একটি বিবর্তিত রূপ লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়িয়ে পড়েছে। এর পর পরই যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ভারতসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ। এ পরিস্থিতি নতুন আতঙ্ক জন্ম দেয়ার পাশাপাশি দরপতন ঘটিয়েছে জ্বালানি তেলের বাজারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর