‘নগদ’কে জরুরি সেবা ঘোষণা

‘নগদ’কে জরুরি সেবা ঘোষণা
ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’কে জরুরি সেবা ঘোষণা করেছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, পরিচ্ছনতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে থাকবেন।

গতকাল নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির শুরু থেকেই রাষ্ট্রীয় সেবা নগদের কর্মীরা কাজ করে যাচ্ছেন। মানুষের আর্থিক সমস্যা যেন না হয় সেজন্য নগদের ৭০ হাজার আউটলেট সার্ভিস খোলা রাখা হয়েছে। নগদকে জরুরি সেবা ঘোষণা করার ফলে এখন থেকে যে কোনো উদ্যোক্তা (রিটেইলার) তার ব্যবসা চালিয়ে যেতে পারবেন। এছাড়া নগদের যে কোনো কর্মী, ডিএসও, ডিস্ট্রিবিউটর এই প্রজ্ঞাপনের ফলে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর